পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত: মার্চ ২, ২০২৩; সময়: ৬:২১ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা সড়ক দুর্ঘটনায় তুহিন হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত তুহিন উপজেলার আকবর পুর ইউনিয়নের বড় মহোরন্দি গ্রামের সারোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে বাকরইল রুপপুর গ্রামের মোড়ে ট্রাক বোঝাই ট্রলি ও মটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল আরোহী তুহিন পড়ে যায় এবং ট্রলির চাকা তার শরীরের উপর দিয় যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহিন কে মৃত ঘোষণা করে। তুহিন হোসেন দীর্ঘ দিন প্রবাসে কর্মরত ছিল দু মাস হলো বাড়ী এসেছেন এবং বিবাহ করেছেন। নিহতের পরিবারে চলছে শোকের মাতামা।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আকবরপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুর ইসলাম চৌধুরী।