নন্দীগ্রামে ছাত্রকে বলাৎকারে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ

প্রকাশিত: মার্চ ২, ২০২৩; সময়: ৬:১৮ অপরাহ্ণ |
নন্দীগ্রামে ছাত্রকে বলাৎকারে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। অভিযুক্ত আবু রায়হান (২২) উপজেলার আইলপুনিয়া মুজাদ্দেদিয়া দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও দরবার শরীফের হেফজো বিভাগের শিক্ষক। গতকাল রাতে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে নন্দীগ্রাম থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করে।

থানার এজাহার সূত্রে জানা যায, নাটোর জেলার সিংড়া উপজেলার পিপুলশুন গ্রামের ফারুক হোসেনের ১৪ বছর বয়সের ছেলে নন্দীগ্রাম উপজেলার আইলপুনিয়া মুজাদ্দেদিয়া দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও দরবার শরীফে হেফজো (আরবী) লেখাপড়া করত।

সে অন্যান্য ছেলেদের মত ওই শিক্ষককের সাথে মাদ্রাসার এটি কক্ষে থাকত। গত ২৮ ফেব্রুয়ারি ভোরে সব ছাত্রদের নামাজে যেতে বলে ওই শিক্ষক। আর এ ছাত্রের সাথে কথা আছে বলে তাকে দেরি করতে বলেন। পরে শিক্ষক আবু রায়হান তাকে হত্যার হুমকি দিয়ে জোরকরে বলাৎকার করে এবং এই ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদান করে।

গতকাল ১ মার্চ বিকাল ছেলেটি মোবাইল ফোনে বাবাকে মাদ্রাসায় আসতে বলে। তার বাবা মাদ্রাসায় আসলে ওই ঘটনাটি খুলে বলে সে। তখন বিষয়টি স্থানীয় লোকজনকে জানায় ফারুক হোসেন। স্থানীয় লোকজন শিক্ষক আবু রায়হানকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার কথা স্বীকার করে। এরপর গণপিটুনি দেওয়া হয় তাকে। জনতে পেরে থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় আনে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে