নাটোরে এক জোড়া গরু ডাকাতি

প্রকাশিত: মার্চ ২, ২০২৩; সময়: ৪:৩২ অপরাহ্ণ |
নাটোরে এক জোড়া গরু ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া এলাকার এক ব্যবসায়ীর বাড়ি থেকে দুটি গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। ওই দু’টি গরুর একটি গাই এবং অপরটি ষাড়।

বুধবার মধ্যরাতে ডাকাতদল শুকুমার মন্ডল নামে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে একটি পিকআপ ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়া হয় বলে সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ডাকাতি হওয়া ওই দুটি গরুর মুল্য প্রায় আড়াই লাখ টাকা। শুকুমার মন্ডলের ভাতিজা কৌশিক মন্ডল বাদি হয়ে এব্যাপারে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

থানায় দাখিলকৃত লিখিত অভিযোগপত্র সুত্রে জানাযায়, বুধবার বিকেলে বাড়িতে কৌশিক মন্ডলের ছেলের অন্নপ্রসাদ(মুখে ভাত) অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখে ভাত অনুষ্ঠান শেষে অন্যান্য কাজ কর্ম শেষে পরিবারের লোকজন রাত্রি ১ টার দিকে ঘুমিয়ে পড়েন। রাত ২ টার দিকে ৪/৫ জনের একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। ডাকাতদের উপস্থিতিতে কৌশিকের ঘুম ভেঙ্গে যায়।

এসময় ঘর থেকে বেড় হতে গিয়ে বাহির থেকে দরজা বন্ধ দেখে পিছনের দরজা দিয়ে বের হন। তার চিৎকার চেঁচামেচি শুনে অন্যরাও জেগে ওঠেন। কিন্তু বাহির থেকে দরজা বন্ধ থাকায় তারাও বের হতে পারেনি। ডাকাতদল তাদের ঘোয়াল ঘরে ঢুকে একটি ষাঁড় ও একটি ৫ বাটের গাইগরু খুলে নিয়ে যায়। এসময় পিছন দরজা দিয়ে বাহিরে বের হয়ে কৌশিক বাধা দিতে গেলে তাকেধারালো অস্ত্র উঁচিয়ে প্রানে মেরে ফেলার ভয় দেখিয়ে একটি পিকআপ ভ্যানে গরু দু’টি উঠিয়ে নিয়ে চলে যায়। কৌশিক ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানায়। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে ভুক্তভোগীদের মুখে ঘটনা শুনে চলে যান।

প্রতিবেশীদের কয়েকজন জানান, তাদের কয়েকজনের বাড়ির গেইটও বন্ধ করা হয়। প্রতিবেশী বলাই মন্ডল বলেন, তার বাড়ির সদস্যরা বাহিরে বের হওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদের প্রানে মেরে ফেলার ভয় দেখায়।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, ঘটনাটি তারা তদন্ত করে দেখছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে