নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস পালন

প্রকাশিত: মার্চ ২, ২০২৩; সময়: ৪:১৬ অপরাহ্ণ |
নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার ২ মার্চ বেলা ১১টায় বর্নাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। ভোটার দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “ ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে”।

র‌্যালিটি উপজেলা পরিষদের মেইন গেট থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাকেন উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সুভাস কান্ত প্রামানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আসাদুল্লাহ, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভজ ইকবাল, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলাম প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে