আত্রাইয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের ধাক্কায় চালক নিহত

প্রকাশিত: মার্চ ২, ২০২৩; সময়: ৩:২৬ pm |
আত্রাইয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের ধাক্কায় চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে নিয়ন্ত্রন হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাক যাত্রী ছাউনির সাথে ধাক্কায় আমির হোসেন (৬০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আত্রাইয়ের বান্দাইখাড়া সেতুর অদুরে এই এঘটনা ঘটে। নিহত আমির হোসেন নাটোরের গুরুদাসপুর উপজেলার কোলা গ্রামের দিলবর রহমানের ছেলে।

স্থানীয় ও আত্রাই থানাপুলিশ জানায় এদিন বেলা ১১টা নাগাদ রাণীনগর এলাকা থেকে বান্দাইখাড়া সেতুর উপর দিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বান্দাইখাড়া বাজারের দিকে যাচ্ছিল। এসময় সেতুর উপর পৌছলে হঠা’ করেই ট্রাকটি নিয়ন্ত্র হারিয়ে ফেলে। সেখান থেকে কোন রকমে সেতুর অদুরে এসে একটি যাত্রীছাউনির সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমরে-মুচরে যায়। এতে চালক গুরুত্বর আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকি’সক আমির হোসেনকে মৃত্যু ঘোষনা করেন।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চি করে বলেন,এঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে