বাগমারায় জাতীয় ভোটার দিবসের র‌্যালি

প্রকাশিত: মার্চ ২, ২০২৩; সময়: ২:২৬ অপরাহ্ণ |
বাগমারায় জাতীয় ভোটার দিবসের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, শিক্ষা অফিসার মনিরা খাতুন, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, হাট-গাঙ্গোপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাংবাদিক শামীম রেজা প্রমুখ।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আব্দুস সোবহান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধীজন।

ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তকালে সকল তথ্য সঠিক ভাবে দেয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। সামান্য ভুলের কারনে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে লোকজনদের। তথ্য সংগ্রহ থেকে ভোটার তালিকা চূড়ান্ত করা পর্যন্ত প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ। ভোটার হওয়ার চেয়ে ভুল সংশোধনী অনেক জটিল। দিনের পর দিন ঘুরেও ভুল সঠিক করা কষ্টসাধ্য হয়ে পড়ে তাই নিয়ম মেনে ভোটার তালিকায় নাম তুলতে হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে