উদ্ভাবনী প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন ৫ তরুণ উদ্যোক্তা

প্রকাশিত: মার্চ ২, ২০২৩; সময়: ১২:৪০ অপরাহ্ণ |
উদ্ভাবনী প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন ৫ তরুণ উদ্যোক্তা

পদ্মাটাইমস ডেস্ক : সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ, পুষ্টিকর খাবার সরবরাহ গ্রহণে উৎসাহিতকরণ এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়নের লক্ষ্যে উদ্ভাবনী ‘ফুড ফ্রন্টিয়ার্স ২.০’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন ক্যাটাগরিতে ৫ জন উদ্যোক্তা এবং বিশেষ একজন ব্যক্তিকে পৃথকভাবে চূড়ান্ত বিজয়ী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

তিন ক্যাটাগরির মধ্যে ‘অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক মডেল’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে এগ্রিভেঞ্চার, যাদের পুরস্কার ১০ হাজার ডলার। রানারআপ ফার্মজিলা পেয়েছে ৫ হাজার ডলার ।

‘যুগান্তকারী প্রযুক্তিগত উদ্ভাবন ধারণা’ ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন– কুক্যান্টস ( চ্যাম্পিয়ন ৮ হাজার ডলার) এবং কৃষি স্বপ্ন (রানারআপ ৩ হাজার ডলার)। ‘উদ্ভাবনী বিপণন প্রচারাভিযান’ ক্যাটাগরিতে বিজয়ী হলেন কন্যা ওয়েলবিয়িং (চ্যাম্পিয়ন ৫ হাজার ডলার)।

এছাড়া খাদ্য ব্যবস্থা নিয়ে কাজ করছেন এমন তরুণ-তরুণীদের কাজের প্রতি সম্মান ও উৎসাহ প্রদানে ফুড সিস্টেমস ইনোভেশন ক্যাটাগরিতে ইউথ রিকগনিশন অ্যাওয়ার্ড পেয়েছে টিম ‘হ্যাপি স্ট্রিট’ (২৫০০ ডলার)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে