ছাত্র উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাবি শিক্ষার্থীদের আন্দোলন

প্রকাশিত: মার্চ ১, ২০২৩; সময়: ৭:৩২ অপরাহ্ণ |
ছাত্র উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাবি শিক্ষার্থীদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গীত বিভাগের সভাপতির সাথে অসৌজন্যমূলক আচরণ ও এবং ছাত্রী নির্যাতনের ঘটনায় এক পাক্ষিক নির্দেশের প্রতিবাদে ছাত্র উপদেষ্টা এম তারেক নূরকে অবরুদ্ধ করেছেন একই বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এই ঘটনা ঘটে। হল গেটে প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বঙ্গমাতা হলে সৃষ্ট ঘটনায় সুমাইয়া ও দোলন উভয়ের কথা না শুনে দোলনকে কক্ষ পরিবর্তন করতে বলেন। বিষয়টি সমাধানে ছাত্র উপদেষ্টা দপ্তরে যান সঙ্গীত বিভাগের সভাপতি শাইলা তাসমিন। কিন্তু ছাত্র উপদেষ্টা তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্গমাতা হলে পানি গরম করা পাতিল নিয়ে সমাজকর্ম বিভাগের ছাত্রী কাজী সুমাইয়া ও সঙ্গীত বিভাগের ছাত্রী নুরুন্নাহার দোলনের মধ্যে ঝামেলা হয়। পরবর্তীতে এই ঝামেলা সুরাহা করতে হল ছাত্রলীগের সভাপতি তাজরীন আহমেদ খান মেধা ও সাধারণ সম্পাদক স্মৃতিবালার কাছে যান দোলন। সুমাইয়ার বিরুদ্ধে সিনিয়রকে তুইতোকারি করে অপমানের অভিযোগ ওঠে।

ব্যাপারটি সমাধানের জন্য হলের অন্যান্য ছাত্রীর উপস্থিতিতে মেধা উভয়কে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করেন। কিন্তু পরবর্তীতে দোলন ও স্মৃতিবালার বিরুদ্ধে বিভিন্নভাবে মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন সুমাইয়া। এই ঘটনায় হলের প্রাধ্যক্ষের নিকট অভিযোগ দেন সুমাইয়া।

এ ঘটনায় গত মঙ্গলবার অভিযোগের সমাধান করতে উভয়কে ডাকেন প্রাধ্যক্ষ ফারজানা কাইয়ুম কেয়া। তিনি উভয়ের কথা শুনে সুমাইয়াকে অন্য কক্ষে পাঠানোর কথা বলেন। কিন্তু তিনি অন্য কক্ষে যেতে অস্বীকৃতি জানান। তখন ওই ছাত্রী মানসিক ভাবে ভেঙে পড়েন এবং বমি করে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে মেডিকেল ভর্তি করা হয়। হলে সুমাইয়ার তোলা নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদের সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা নির্দেশ দেয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে