ক্ষেতলালে জাতীয় বীমা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: মার্চ ১, ২০২৩; সময়: ৫:৪২ pm |
ক্ষেতলালে জাতীয় বীমা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : সারা দেশের ন্যায় জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী শেষে গতকাল বুধবার (১ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে আলোচনা সভা ও চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

ওই সভায় আজিজুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্ষেতলাল থানার উপ-পরিদর্শক (তদন্ত) মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর পক্ষে উপজেলা ইউনিট ম্যানেজার আজিজার রহমান, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক শাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লা সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাজলাল হোসেন প্রমুখ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে