কচুয়ায় জাতীয় বীমা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: মার্চ ১, ২০২৩; সময়: ৫:০৩ অপরাহ্ণ |
কচুয়ায় জাতীয় বীমা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভাটি সভাপতিত্ব করেন,উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন। এসময় তিনি বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে একে অপরকে সহযোগিতাই বীমা কোম্পানীর লক্ষ্য।

সঞ্চয় নিরাপত্তা ও ঝুঁকি এ তিন এর সমন্বয়ে হচ্ছে বীমা কোম্পানী। এটি একটি উত্তম পেশা। বর্তমানে বীমার ব্যাপক প্রসার ও জনপ্রিয় হয়ে উঠেছে। তাই মানুষের নিজের জীবন ক্ষতি ও ঝুঁকি এড়াতে বীমা করা প্রয়োজন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, সনতোষ চন্দ্র সেন, ওসি তদন্ত হারুন অর রশিদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির কচুয়া শাখার যুগ্ন নির্বাহী পরিচালক সোলায়মান মিয়াজী, ইউনিয়ন ব্যাংক কচুয়া শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মনির হোসেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি কচুয়া শাখার জোন প্রধান সাইফুল ইসলাম ও সানফ্লাওয়ার ইন্সরেন্সের এএমডি গাজী ইয়াছিন প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসন,বীমা গ্রাহক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে