চিপস খেতে চাওয়ায় প্রেমিককে গাড়িচাপা

প্রকাশিত: মার্চ ১, ২০২৩; সময়: ১:৩১ অপরাহ্ণ |
চিপস খেতে চাওয়ায় প্রেমিককে গাড়িচাপা

পদ্মাটাইমস ডেস্ক : প্রেমিকার কাছে চিপস খেতে চাওয়ায় ঘটে গেল ভয়ংকর এক কাণ্ড। চিপস চাওয়ায় প্রেমিকের ওপর রেগে যান প্রেমিকা। শুরু হয় ঝগড়া। ক্ষুব্ধ প্রেমিকা গাড়িচাপা দিয়ে প্রেমিককে মেরে ফেলারই চেষ্টা করেন।

অস্ট্রেলিয়ার এ ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। সংবাদমাধ্যম নাইন নিউজ ডটকম জানায়, অ্যাডিলেড শহরের ওই প্রেমিকের নাম ম্যাথিউ ফিন। প্রেমিকা চার্লট হ্যারিসন।

আদালতে প্রেমিক ফিন বলেন, গত ২৬ ফেব্রুয়ারি প্রেমিকার সঙ্গে গাড়িতে করে তিনি যাচ্ছিলেন। আমি মনে করেছিলাম তার খাওয়া শেষ। এরপরও তার কাছে চিপস চাওয়া উচিত হয়নি।

আমি যখন একটি চিপস নিলাম, তখন সে রাস্তার পাশে গাড়িটি থামাল এবং আমাকে বের হয়ে যেতে বলল। আমি গাড়ি থেকে বের হই, তখন দেখি আমার দিকে একটি গাড়িটি ছুটে আসছে। আমি প্রাণ বাঁচাতে একপাশে লাফ দিই।

এদিকে, এ অভিযোগ অস্বীকার করে প্রেমিকা চার্লট হ্যারিসন বলেছেন, এটা নিছক দুর্ঘটনা ছিল। তিনি প্রেমিক ফিনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে তার ওপর হামলা করেন ফিন। তাই নিজেকে বাঁচাতে গাড়ি থামিয়ে তাকে বের করে দেন।

হ্যারিসনের আইনজীবী বলেন, প্রেমিককে নামিয়ে দেওয়ার পর হামলার বিষয়টি পুলিশকে জানানোর জন্য হ্যারিসন গাড়িটি উল্টো দিকে ঘুরাচ্ছিলেন।

এ সময় দুর্ঘটনাবশত অ্যাক্সিলেটরে তার পা পড়ে যায়। ফলে গাড়িটি ছুটে গিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি গাড়িতে আঘাত হানে।

এ ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকা চার্লট হ্যারিসনের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং মানুষের জীবনকে হুমকির মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত তিনি বাসা থেকে বের হতে পারবেন না। সেদিন এ ঘটনার বিচার হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে