পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: মার্চ ১, ২০২৩; সময়: ১:২৬ অপরাহ্ণ |
পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পদ্মাটাইমস ডেস্ক : পুলিশ সদস্যদের সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘দেশের জন্মলগ্ন থেকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। গণতন্ত্রের অগ্রযাত্রায় পুলিশ বাহিনী সহযাত্রী হবে।’

বুধবার (১ মার্চ) রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজ মিলনায়তনে পুলিশ মেমোরিয়াল ডে’র আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ থেকে দেশকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে।’

গত এক বছরে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানয়ে তিনি বলেন, ‘২০২২ সালে চাকরিরত অবস্থায় বাংলাদেশ পুলিশের ২৯১ জন সদস্য মারা যান। এছাড়া দায়িত্বরত অবস্থায় ১২১ জন পুলিশ সদস্য দেশের বিভিন্ন জায়গায় মারা গেছেন।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে