পত্নীতলায় মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩; সময়: ৮:০২ অপরাহ্ণ |
পত্নীতলায় মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁ জেলার সীমান্তবর্তী চারটি উপজেলার মাদক পাচার -চোরাচালান বন্ধ ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে নওগাঁ জেলা প্রসাশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আয়োজিত পত্নীতলা উপজেলা পরিষদ হল রুমে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পিএএ।

বিশেষ অতিথি ছিলেন পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন পিএসসি, নওগাঁ সিভিল সার্জন ডাঃ আবুহেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, বিভাগীয় কার্যালয় রাজশাহী’র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার,ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ধামইরহাট ইউএনও আরিফুল ইসলাম, সাপাহার ইউএনও আব্দুল্যাহ্ আল মামুন, পোরশা ইউএনও সালমা আক্তার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা ওসি পলাশ চন্দ্র দেব, সাপাহার ওসি হুমায়ন কবির, পোরশা ওসি জহুরুল ইসলাম, ধামইরহাট ওসি মোজামে্মল কাজী, পত্নীতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, বিজিবি কমান্ডার, স্কাউট সদস্যবৃন্দ, সাংবাদিক সুধিজন প্রমূখ।

কর্মশালায় অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকনিয়ন্ত্রনে নানা সমস্যা ও সমাধানে বিভিন্ন কর্মপন্থা গ্রহন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে