শিবগঞ্জে চেয়ারম্যান কাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩; সময়: ৭:২৩ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে চেয়ারম্যান কাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চাতরা যুব সংঘ আয়োজিত চাতরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।
চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার খুরশিদ আলম, সহকারি শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান প্রমূখ।
উদ্বোধনী খেলায় ২-১ গোলে ধাইনগর কাজীপাড়া জাগরণী সংঘ ফুটবল দলকে হারিয়েছে জয়লাভ করে কানসাট খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল দল। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে।