রাবিতে পাবনা জেলা সমিতির নবীন বরণ ও প্রবীন বিদায়

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩; সময়: ৫:৪৭ অপরাহ্ণ |
রাবিতে পাবনা জেলা সমিতির নবীন বরণ ও প্রবীন বিদায়

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ, প্রবীন বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার টিএসসিসিতে বিভিন্ন আয়োজন করেন তারা।

এদিন পাবনা জেলা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল এবং শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই সাথে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন নবীনদের উদ্দেশ্যে বলেন, পাবনা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। কালে কালে এখান থেকে অনেক নেতৃত্ব তৈরি হয়েছে। জাতীয় সংসদের বর্তমান ডেপুটি স্পিকার আমাদের জেলার। দেশের পরবর্তী রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন তিনিও পাবনা জেলার কৃতী সন্তান। তোমরা নবীনরা দেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই আগামীর নেতৃত্ব তৈরি হবে। পড়াশোনা ও নৈতিক কাজের মধ্যমে তোমরা রাজশাহী বিশ^বিদ্যালয় ও পাবনা জেলার নাম বাংলাদেশসহ সারা পৃথিবীর বুকে উজ্জ্বল করবে।

সমিতির উপদেষ্টা ইব্রাহিম হোসেন মুন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর সবাই পরিবারকে ছেড়ে অনেকদূর আসে। শুরুর দিকে এখানে সবাই অপরিচিত থাকে যার ফলে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যাগুলোর মধ্যে নিজ এলাকার কাউকে কাছে পেলে সবার মধ্যেই ভাললাগা কাজ করে। এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই পাবনা জেলা সমিতির কার্যক্রম। জেলা সমিতির মাধ্যমে সবার মধ্যে ভাতৃত্বের বন্ধন অটুট থাকুক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোকলোর বিভাগের অধ্যাপক আবুল হাসান চৌধুরী। সঞ্চালনা করেন মনির রুহানী। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদ রানা এবং আফসার আলী বিশ্বাস। এসময় জেলার চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে