নওগাঁয় ভূমি বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩; সময়: ২:৩৪ pm |
নওগাঁয় ভূমি বিষয়ে প্রশিক্ষণ

জেষ্ঠ্য প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি সেবা ও ভূমি সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৮ ফেব্রুয়ারী) নওগাঁ সদর ষ্টেশনে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স -এর উপ-সহকারী পরিচালকের দপ্তর এই আয়োজন করে।

প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান। রিসোর্স পার্সন ছিলেন নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া-তিলকপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মৌদুদুর রহমান কল্লোল।

তিনি অনুষ্ঠানে প্রোজেক্টরের মাধ্যমে সরাসরি অনলাইন থেকে জমির নামজারী বা খারিজের আবেদন করার নিয়ম, খতিয়ান সংগ্রহন, ভূল সংশোধন বা মিসকেস করার নিয়ম ও ভূমি উন্নয়ন কর প্রদানসহ অন্যান্য সেবা গ্রহনের পদ্ধতি তুলে ধরেন। মুক্ত আলোচনার মাধ্যমে ভূমি সমস্যা সমাধানে করনীয় বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

এসময় মৌদুদুর রহমান জানান, অনলাইনের মাধ্যমে মানুষ দ্রুত ভূমি সেবা পাচ্ছেন। এটি বর্তমান সরকারের যুগপোযোগী পদক্ষেপ ও দেশের অনেক বড় উন্নয়ন। এখন ঘরে বসেই ভূমি সংক্রান্ত অনেক সেবা পাওয়া যায়।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন ফায়ার সার্ভিস ষ্টেশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচাররীরা অংশ নেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে