গোদাগাড়ীতে ওরাও জনজাতির সংস্কৃতি সংরক্ষণে কর্মশালা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩; সময়: ২:১৮ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে ওরাও জনজাতির সংস্কৃতি সংরক্ষণে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে উরাও জনজাতির ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মঙ্গলবার সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় দেওপাড়া ইউনিয়নের বেলডাঙ্গায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় রক্ষাগোলা সংগঠনের উরাও জনজাতির ৩০ জন সাংস্কৃতিমনা সদস্যের অংশগ্রহণে এই কর্মশালা হয়।

কর্মশালার আলোচ্য বিষয় ছিলো উরাও জনজাতির জীবনচক্র, সাংস্কৃতিক উপাদানসমূহ, সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজনে নেতৃবৃন্দের ভ‚মিকা, রক্ষাগোলা সংগঠনের মাধ্যমে সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজনে সিসিবিভিওর করণীয়।

কর্মশালার উদ্বোধন করেন সিসিবিভিও’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিন গুণিগ্রাম রক্ষাগোলা সংগঠনের মোড়ল প্রসেন এক্কা।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সিসিবিভিওর উর্ধতন মাঠ কর্মকর্তা ও শাখা কার্যালয়ের ইনচার্জ নিরাবুল ইসলাম, মাঠ কর্মকর্তা সৌমিক ডুমরী। কর্মশালাটি পরিচালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সংস্কৃতিক কর্মকর্তা সৌমিত্র সরকার এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সংস্থার সমাজ সংগঠক মানিক এক্কা ও প্রেমচাঁদ এক্কা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে