ঘরের কাজ ও স্বাস্থ্য রক্ষায় বেকিং সোডার ব্যবহার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩; সময়: ১১:৩৩ পূর্বাহ্ণ |
ঘরের কাজ ও স্বাস্থ্য রক্ষায় বেকিং সোডার ব্যবহার

পদ্মাটাইমস ডেস্ক : শরীরে ঘন ঘন র‌্যাশ বের হয় অনেকের? এই গরমে তারা ভালো সমাধান খুঁজে পেতে চান। এই সমস্যার সমাধান দিতে পারে বেকিং সোডা। বেকিং সোডা ব্যবহারের নানা দিক জেনে নিন।

১) গোসলের পানিতে বেকিং সোডা মিশিয়ে নিলেই এই সমস্যা হাত থেকে রেহাই পেতে পারেন। সার্নবার্নের সমস্যা শুরু হলেও বেকিং সোডা দিয়ে গোসল করলে রেহাই পাবেন।

২) বেকিং সোডা মেশানো পানি মুখে লাগিয়ে ঘষে নিন। সপ্তাহে দুই দিন এটা করলেই ত্বকের মৃতকোষ পরিষ্কার হবে। সারা দিন শ্রমের পর কুসুম বেকিং সোডা মিশিয়ে পা ডুবিয়ে থাকুন। বাড়ি ফিরে পাঁচ মিনিট এমনটা করতে পারলেই পায়ের স্ক্রাবিংয়ের কাজ হয়ে যাবে।

৩) ধূমপান করে দাঁতে বারোটা বেজেছে? পেস্টের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে দাঁত মাজতে পারেন। দাঁত চকচকে হবে।

৪) গরম পড়ছে। অনেকেই এই সময় অতিরিক্ত ঘামেন, ফলে গায়ে দুর্গন্ধ হয়। এই সময়ে গোসলের পানিতে বেকিং সোডা মিশিয়ে গোসল করলে গায়ের দুর্গন্ধের সমস্যা দূর হবে।

পায়ের দুর্গন্ধ এড়াতেও গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে পা ডুবিয়ে রাখতে পারেন। সমস্যা দূর হবে।

৫) অনেক সময়ে নখের জেল্লা হারিয়ে যায়, খসখসে দেখায়। পানিতে সামান্য বেকিং সোডা মিশিয়ে সেই মিশ্রণটি তুলোয় ভিজিয়ে নখে লাগালে নখের জেল্লা ফিরে আসে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে