অ্যাপলের কারখানায় আগুন, ৫০ শতাংশ যন্ত্রপাতি নষ্ট

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩; সময়: ১১:০০ পূর্বাহ্ণ |
অ্যাপলের কারখানায় আগুন, ৫০ শতাংশ যন্ত্রপাতি নষ্ট

পদ্মাটাইমস ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশে অবস্থিত অ্যাপলের সাপ্লায়ার ফক্সলিংকের অ্যাসেম্বল কারখানায় আগুন লেগে ৫০ শতাংশ যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। ফক্সলিক্স সাপ্লায়ার হলেও অ্যাপলের জন্য ক্যাবল তৈরির কাজে নিযুক্ত ছিল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, অগ্নিকাণ্ডের পরপরই প্রতিষ্ঠানটি উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সেখানে কর্মরত প্রায় ৪০০ কর্মীকে সরিয়ে নিয়েছে।

ত্রিরুপাটি জেলার ফায়ার সার্ভিস বিভাগের প্রদান জে রামানিয়া বলেন, অগ্নিকাণ্ডের ফলে প্রতিষ্ঠানটির বিভিন্ন সুবিধা, প্রায় ৫০ শতাংশ যন্ত্রপাতি ও একটি ভবনের অর্ধেক মারাত্মকভাবে ধ্বংস হয়েছে।

তিনি বলেন, কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আনুমানিক ১ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে এ বিষয়ে প্রাথমিক অ্যাপলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে