রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের নতুন পরিচালক মাহবুবুর
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩; সময়: ৮:৫৭ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী অঞ্চলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার নতুন পরিচালক হয়েছেন মো. মাহবুবুর রহমান শাহ। তাকে রাজশাহী অঞ্চলের নতুন পরিচালক পদে প্রেষণে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৯ জুন থেকে তিনি আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পাচ্ছেন।
গত রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে আঞ্চলিক পরিচালক পদে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব চৌধুরী সামিয় ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অধ্যাপক মো. মাহবুবুর রহমান শাহ রাজশাহী অঞ্চলের উপপরিচালক (কলেজ) পদে কর্মরত ছিলেন। তাকে আঞ্চলিক পরিচালক পদে পদায়ন আগামী ৯ জুন থেকে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।