নওগাঁয় মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩; সময়: ৭:২২ pm |
নওগাঁয় মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : বনার্ঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁয় মহিলা লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল সকালে শহরের সরিষা হাটির মোড়ে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতারের সভাপতিত্বে সাবেক সাংসদ শাহিন মনোয়ারা হক, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এমএ খালেক, জেলা মহিলা লীগের সহ-সভাপতি সোমা মজুমদারসহ নেতা কর্মিরা অংশ নেয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে