মাটি খুঁড়ে ৮৬৫ বছরের প্রাচীন স্বর্ণমুদ্রা পেলেন বৃদ্ধ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩; সময়: ৬:১৫ অপরাহ্ণ |
মাটি খুঁড়ে ৮৬৫ বছরের প্রাচীন স্বর্ণমুদ্রা পেলেন বৃদ্ধ

পদ্মাটাইমস ডেস্ক : মাটি খুঁড়ে গুপ্তধন পেয়ে রাতারাতি ধনকুবের এক ব্রিটিশ নাগরিক। সম্প্রতি উইল্টশায়ারের শিপেনহ্যামে তিনি এই ধন ভাণ্ডার খুঁজে পেয়েছেন।

টোনি হাউস নামে ৬৮ বছর বয়সী ওই ব্যক্তি নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না। তিনি এখন ৫৭০ টি টেলবি পেনির মালিক।

মধ্যযুগে রাজা দ্বিতীয় হেনরির সমকালীন এই স্বর্ণমুদ্রা প্রথম পাওয়া গিয়েছিল ১৮০৭ খ্রিস্টাব্দে, লিঙ্কনশায়ারের টেলবি অ‍ঞ্চলে। সেখান থেকেই এর নাম টেলবি পেনি। সেরকমই ৫৭০ টি স্বর্ণমুদ্রা পেলেন টোনি।

শিপেনহ্যামের বাসিন্দা টোনি পেশায় মেটাল ডিটেক্টরিস্ট। তিনি বেশ কিছু দিন ধরেই গুপ্তধনসন্ধানী। জানিয়েছেন, প্রথমে মাটির উপর তিনি পরীক্ষা করে সিগন্যাল পান। প্রথমে খোঁড়াখুঁড়ির পর একটি স্বর্ণমুদ্রা উঠে আসে।

তাতেও তিনি হতাশ হননি। নতুন উদ্যমে আরো সন্ধানপর্ব চালিয়ে যান। এরপর কয়েক বর্গমিটারের মধ্যে তিনি মোট ৫৭০ টি স্বর্ণমুদ্রা খুঁজে পান।

বিশেষজ্ঞদের ধারণা, টোনি যে স্বর্ণমুদ্রা পেয়েছেন, সেগুলির বয়স ৮৬৫ বছর। তৈরি হয়েছিল প্ল্যান্টাজেনেট পর্বে ১১৫৮ খ্রিষ্টাব্দ থেকে ১১৮০ খ্রিষ্টাব্দের মধ্যে কোনও এক সময়ে।

তবে মুদ্রাগুলির নির্মাণশৈলী একেবারেই ভাল নয় বলে মত ঐতিহাসিকদের। নির্মাণের সময় ত্রুটি ছিল বলে মনে করা হচ্ছে। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এর গুরুত্ব ছাপিয়ে গিয়েছে সব কিছুকে।

মনে করা হচ্ছে টোনি যে স্বর্ণমুদ্রা পেয়েছেন, বাংলাদেশি মুদ্রায় তার মূল্য প্রায় ২ কোটি ৫৭ লাখ টাকা। টোনি একটি ফাস্টফুডের দোকান চালাতেন।

গত ৮ বছর ধরে তিনি গোয়েন্দা হিসেবে কাজ করছেন। সব সময় তার নতুন এবং চমকপ্রদ কাজ করতে ভাল লাগে। এবার তো রাতারাতি জীবন পাল্টে গিয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে