মান্দায় বাবার জানাজায় অংশ নিতে জামায়াতকর্মীর ৫ ঘন্টার মুক্তি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩; সময়: ৫:৫৩ অপরাহ্ণ |
মান্দায় বাবার জানাজায় অংশ নিতে জামায়াতকর্মীর ৫ ঘন্টার মুক্তি

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য মাইনুল ইসলাম ওরফে জব্বার (৫৫) নামে জামায়াতের এক কর্মীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মেহেদী হাসানের (পিএএ) নির্বাহী আদেশে ৫ ঘন্টার জন্য মুক্তি পান তিনি।

আদেশের পর সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কড়া পুলিশ পাহারায় নওগাঁ কারাগার থেকে তাঁকে উপজেলার নুরুল্লাবাদ ডাঙ্গাপাড়া গ্রামে নিয়ে আসা হয়। এর পর বিকেল পৌণে ৫টার বাবার জানাজায় অংশ নেন তিনি।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, নাশকতা মামলার আসামি জামায়াতকর্মী মাইনুল ইসলামের বাবা আমির উদ্দিন প্রামাণিক বার্ধক্যজনিত কারণে সোমবার ভোররাতে নিজ বাসভবনে মারা যান। এসময় মাইনুল ইসলাম নওগাঁ কারাগারে ছিলেন।

বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য নওগাঁ জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মেহেদী হাসানের কাছে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। এ আবেদনের প্রেক্ষিতে তাঁকে ৫ ঘন্টার জন্য মুক্তি দেয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি গোপন বৈঠকের সময় উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ হাজীপাড়া গ্রামের মসজিদ থেকে মাইনুল ইসলামসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের ১৫জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে মাইনুল ইসলাম নওগাঁ কারাগারে হাজতবাস করছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে