সিরাজগঞ্জের বেলকুচিতে র‌্যাব-১২’র অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩; সময়: ৫:০৮ অপরাহ্ণ |
সিরাজগঞ্জের বেলকুচিতে র‌্যাব-১২’র অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবগাছিতে র‌্যাব-১২ এর অভিযানে ৩৮ লক্ষ টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ও ১টি মটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো- উপজেলার ছোট বেড়াখারুয়ার মৃত আমজাদ হোসেনের ছেলে ইকবাল হোসেন শেখ (৪১), রাজশাহীর তানোরের আব্দুস সালামের ছেলে রাজু আহম্মেদ (২৮) ও শংকরপুরের রাজু আহমেদের স্ত্রী রিনা খাতুন তৃষ্ণা (২৫)।

র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) ১১ টার দিকে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি টিম গাবগাছি হাজী আব্দুস সাত্তার শেখের বাড়ীর সামনে অভিযান চালিয়ে ৩৮ লাখ টাকা মূল্যের ৩৫৮ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।

এসময় তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং ৫ টি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আসামীরা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। সোমবার দুপুরে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের বেলকুচি থানা মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে