নিখোঁজের ৫ দিন পর ভুট্টার জমি থেকে মরদেহ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩; সময়: ৫:০১ অপরাহ্ণ |
নিখোঁজের ৫ দিন পর ভুট্টার জমি থেকে মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, পাবনা : নিখোঁজের পাঁচ দিন পর এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম  ইসমাইল হোসেন (৩৫)।
সোমবার সকাল ১১টার দিকে পাবনার চাটমোহরে উপজেলার নলগাড়া বিলের মধ্যে ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ইসমাইল হোসেন। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পরিবারের লোকজন খুঁজে না পেয়ে চাটমোহর থানায় শনিবার একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং-১২৭০।
সোমবার সকালে উপজেলার ডাকাতের ভিটা নলগাড়া বিল এলাকায় স্থানীয় লোকজন কাজ করতে গেলে একটি ভুট্টার জমির মধ্যে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন।
এরপর পুলিশে খবর দিলে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিনসহ পুলিশের অন্য কর্মকর্তঅরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্ত্রী মাহমুদা খাতুন লাশটি ইসমাইলের বলে সনাক্ত করেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত দুর্বত্তরা ইসমাইলকে হত্যা করে লাশ ওই ভুট্টার জমিতে ফেলে গেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
জালাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে এটি হত্যাকান্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে