পুঠিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রী মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩; সময়: ৪:২৭ pm |
পুঠিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রী মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে ২০২২-২৩ অর্থ বছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূগাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

আরও উপস্থিত ছিলেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন, পুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু, সাবেক সভাপতি ছাত্রলীগের সভাপতি হাবিব, সেলিম শেখসহ স্থানীয় জনপ্রনিতিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে