বড়াইগ্রামে টাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩; সময়: ৪:১২ pm |
বড়াইগ্রামে টাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় সুর্য হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কের হারোয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুর্য হোসেন লালপুর উপজেলার আব্দুলপুর কদমতোলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রি।

পুলিশ ও স্বজনরা জানান, সুর্য হোনের নিজ বাড়ি থেকে বনপাড়ায় কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে হারোয়া এলাকায় মাটির বহনকারী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে মোটরসাইলসহ পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক্টর জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে