বশেমুরবিপ্রবি কর্মচারী সমিতির নেতৃত্বে তরিকুল-তৌফিক
নিজস্ব প্রতিবেদক, বশেমুরবিপ্রবি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মচারীদের সংগঠন কর্মচারী সমিতির চতুর্থ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি পদে মোঃ তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে তৌফিক আহমেদ বিজয়ী হয়েছেন। রবিবার (২৬ ফেব্রুয়ারি)কর্মচারী সমিতির দিনভর নির্বাচন শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার ফয়সাল আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি সাগর হোসেন পলু, রিয়াজুল ইসলাম এবং নাসিরুদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এমরান হোসেন এবং নাজমুল সিকদার, সাংগঠনিক সম্পাদক বি এম মোস্তাফিজুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক রিপন হাওলাদার, অর্থ সম্পাদক নাজমুল হাসান, সহ অর্থ সম্পাদক আবু বক্কার শেখ,প্রচার সম্পাদক উত্তম কুমার বসু, দপ্তর সম্পাদক ইজাজুল ইসলাম,ক্রীড়া সম্পাদক ফোরালম মিনা, মহিলা বিষয়ক সম্পাদক ইলা খানম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন ইনসান মোল্লা, মমিন মোল্লা,মোঃ মনিরুল ইসলাম, আকরাম আলী শেখ,আকলিমা এবং মোঃ শফিকুল ইসলাম মন্টু।