গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩; সময়: ১০:২৬ পূর্বাহ্ণ |
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পদ্মাটাইমস ডেস্ক : কক্সবাজারের মহেশখালী থেকে সুন্দরবন ভ্রমণ করতে গিয়ে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার বেলা ২টার দিকে জেলার ভাটিয়ার চটিয়ানীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালারমার ছড়ার মিজ্জিরপাড়া এলাকার সেলিম বাদশা। পরে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যায় তিন বছর বয়সি শিশু নাজিয়া।

চিকিৎসকদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ঢাকায় হাসপাতালে অবস্থানরত মহেশখালীর গণমাধ্যমকর্মী সালমান এম রহমান।

সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি মহেশখালীর কালারমার ছড়া থেকে এক দল লোক পারিবারিক ভ্রমণে সিলেটে যান। এই দলে মোট যাত্রী ছিলেন ১৪ জন। তারা সিলেটের ভ্রমণ সম্পন্ন করে সুন্দরবন যাওয়ার পথে রোববার বেলা ২টায় গোপালগঞ্জ জেলার ভাটিয়ার চটিয়ানীতে দুর্ঘটনার কবলে পড়ে।

এ বিষয়ে কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরিফ জানান, দুর্ঘটনার শিকার সেলিম বাদশা ও নাজিয়া মারা গেছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, ঘটনার পর ওই এলাকার পুলিশ বিষয়টি তদারকি করছেন, মহেশখালী থানা থেকেও সার্বিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে