কচুয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩; সময়: ৩:৩১ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক,কচুয়া: চাঁদপুরের কচুয়ায় ১ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনি ও রবিবার পৃথক অভিযানে কচুয়া থানার এসআই সুদীপ্ত শাহিন ও দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাসী চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে।
আটককৃতরা হলো, উপজেলার সাচার গ্রামের আশ্রাফ আলীর ছেলে আহাদ মিয়া ও চক্রা গ্রামের আবুল বাশারের ছেলে হানিফ মিয়া।
কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল বলেন, তল্লাসি চালিয়ে গাঁজাসহ তাদের করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।