কেশরহাট পৌরসভায় ৮ প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩; সময়: ৬:৫০ অপরাহ্ণ |
কেশরহাট পৌরসভায় ৮ প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার গুরুত্তপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়) এ ৮ টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে পৌরসভার বাকশৈল গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কের টাওয়ার হতে জসিমের বাড়ি পর্যন্ত ৩০০ মিটার আর.সি.সি. রোড নির্মান কাজের উদ্বোধন করেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি ও কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ।

এরপর বাকশৈল গ্রামে এক আলোচনা সভার মাধ্যমে কেশরহাট বাজারের পৌর-বাইপাস রোড হতে কেশর-কামারগাঁ রোড পর্যন্ত ২৫০ মিটার আর.সি.সি.রোড নির্মান, কেশরহাট খন্দকার জামে মসজিদ হতে দিনান্ত সিনেমা হল পর্যন্ত ২৮০ মিটার আর.সি.সি রোড নির্মান, ক্রস ড্রেন- ৪০মিটার , বাকশৈল রাজশাহী-নওগাঁ মহাসড়কের রেশম অফিস হতে এহিয়ামির বাড়ি পর্যন্ত ২৫০ মিটার আর.সি.সি. রোড নির্মান, বিশালপুর কেশর-কামারগাঁ রোড হতে বিশালপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৪৫০ মিটার বিটুমিনাস কার্পেটিং রোড নির্মান, বরিঠা মৃত জব্বার কবিরাজের বাড়ি হতে হঠাৎপাড়া অভিমুখে ৪৫০ মিটার বিটুমিনাস কার্পেটিং রোড নির্মান, রায়ঘাটি গ্রামের তেতুলতলা হতে আতায়কসায়ের বাড়ি পর্যন্ত ৭৫০ মিটার বিটুমিনাস কার্পেটিং রোড নির্মান কাজের উদ্বোধন করা হয়। পৌরসভার উন্নয়ন মূলক এ সকল কাজে ব্যয় ২ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫০৪ টাকা উল্লেখ্য করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, মোহনপুর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রুস্তম আলী, কেশরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে