মোহনপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩; সময়: ৬:২৩ অপরাহ্ণ |
মোহনপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মোহনপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ‍েটেরেনারি হাসপাতালের ব‍্যাবস্হাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস‍্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণীসম্পদ অফিস প্রাঙ্গনে এ প্রদর্শনী মেলা দিনব্যাপী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্ জোহরা এর সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী-২৩ এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম‍্যান এ‌্যাড. আব্দুস সালাম।

স্বাগত বক্তব‌্য রাখেন, মোহনপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শায়লা সারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস, জাহানাবাদ ইউপির চেয়ারম‌্যান হযরত আলী, প্রাণীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: মো: হুমায়ন কবির (সবুজ) সহ খামারিরা।

পরিশেষে অতিথিদের ক্রেস্ট প্রদান ও স্টল বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান হয়। এই প্রদর্শনীতে ২৮ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়। স্টলের বিজয়ীদের ক‌্যাটাগরি ভিত্তিক পুরস্কার প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে