মান্দায় বিদ্যুতের আগুনে পুড়ল দোকান

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩; সময়: ৪:৪৮ অপরাহ্ণ |
মান্দায় বিদ্যুতের আগুনে পুড়ল দোকান

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বিদ্যুতের শটসার্কিট থেকে লাগা আগুনে ক্ষুদ্র ব্যবসায়ীদের চারটি দোকানঘর পুড়ে গেছে।

শুক্রবার গভীররাতে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের সিংগীবাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে ওই বাজারের মোটরসাইকেল মেকার মানিক হোসেন, ইমাজ উদ্দিনের চায়ের দোকান, মোশারফ হোসেনের জুতার দোকান ও ফিরোজ হোসেনের ঢোপদোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মানিক হোসেন বলেন, শুক্রবার রাত ১০টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যান। রাত ১টার দিকে মোবাইলফোনে দোকানঘরে আগুনের বিষয়ে জানতে পারেন। আগুনে তাঁদের ৪ দোকানের অন্তত ৬ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ১টার দিকে মোটরসাইকেল মেকার মানিক হোসেনের দোকানঘরে হঠাৎ করেই আগুন লেগে যায়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও চারটি দোকানঘর পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেন কাঁশোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম। তিনি বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা তৈরি করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরে দাখিল করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে