শাকিব ভক্তদের জন্য সুখবর

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩; সময়: ৪:৫৪ pm |
খবর > বিনোদন
শাকিব ভক্তদের জন্য সুখবর

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নায়ক এবার ইউটিউব থেকে পেয়েছেন জোড়া স্বীকৃতি। এমন সুখবরে তার ভক্ত-অনুরাগীরা ভীষণ আনন্দিত।

শাকিব খান ২৩ ফেব্রুয়ারি তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে তিনি ভক্তদের এই সুখবর দেন। ভিডিওতে শাকিব জানান, ইউটিউব থেকে একটি গোল্ডেন প্লে ও একটি সিলভার প্লে বাটন পেয়েছেন।

শাকিব খান ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবারের জন্য সিলভার প্লে বাটন পেয়েছেন। এই চ্যানেলে শাকিব নিজের সিনেমার খবর ও তার শুটিংয়ের বিভিন্ন বিষয় প্রকাশ করেন।

পাশাপাশি শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১০ লাখ অতিক্রম করে। যার কারণে তিনি গোল্ডেন প্লে বাটন পান।

২০১৮ সালে যাত্রা শুরু করে শাকিব খানের এসকে ফিল্মস ইউটিউব চ্যানেল। চ্যানেলটির সাবস্ক্রাইবার প্রায় ১১ লাখ। চ্যানেলটি দেড় বছর আগে ১০ লাখ সাবস্ক্রাইবার পূরণ করেছিল।

সে সময়ে স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে এসকে ফিল্মসের মালিক শাকিব খান গোল্ডেন প্লে বাটন পেয়েছিলেন। কিন্তু সেই কথা শাকিব এত দিন প্রকাশে আনেননি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে