কচুয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩; সময়: ৪:৩১ অপরাহ্ণ |
কচুয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নত জাতের এ প্রদর্শনী করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. আমেনা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা কৃষি অফিসার সোফায়েল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন সুমন, ওসি তদন্ত হারুন অর রশিদ, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. দেলোয়ার হোসেন প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে