মান্দায় প্রাণিসম্পদের প্রদর্শনী মেলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩; সময়: ৪:০৮ pm |
মান্দায় প্রাণিসম্পদের প্রদর্শনী মেলা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা’ অনুষ্ঠিত হয়েছে।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় শনিবার দিনব্যাপি মান্দা এসসি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেনেজির আহম্মদ।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মুবিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মহির উদ্দীন, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান ও উপজেলা ডেইরী ফার্মার্স এ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন কুমার মৈত্র, খামারী ফজলে নূর প্রমুখ।

মেলায় ৩৪টি ষ্টল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া ষ্টলগুলোর মধ্যে ৩ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে