স্বামীর যে ৫ গুণ স্ত্রীকে মুগ্ধ করে

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩; সময়: ৩:৫৪ অপরাহ্ণ |
স্বামীর যে ৫ গুণ স্ত্রীকে মুগ্ধ করে

পদ্মাটাইমস ডেস্ক : স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি মুগ্ধতা থাকলে সংসার আরও বেশি সুন্দর হয়ে ওঠে। প্রত্যেক মানুষের ভেতরেই অন্যকে মুগ্ধ করার মতো কোনো না কোনো ক্ষমতা থাকে।

তা খুঁজে বের করার জন্য অপরপক্ষেরও থাকা চাই মুগ্ধ হওয়ার মতো দৃষ্টি। যাই হোক, মানুষ তার সঙ্গীর প্রতি মুগ্ধ থাকতে চায়। সঙ্গীর বিশেষ কিছু গুণ তাকে মুগ্ধ করতে পারে।

আজ চলুন জেনে নেওয়া যাক স্বামীর ভেতরে কোন ‍গুণগুলো থাকলে তা স্ত্রীকে মুগ্ধ করে-

মনোযোগী শ্রোতা

সব মানুষই নিজের গল্প বলতে চায়। একজন মনোযোগী শ্রোতা কিন্তু খুব সহজেই একজন ভালো সঙ্গী হয়ে উঠতে পারে। স্বামী যদি স্ত্রীর কথা মন দিয়ে শোনেন এবং তার কথায় গুরুত্ব দেন তবে স্ত্রী খুব সহজেই তার প্রতি মুগ্ধ হবেন।

আর যদি উল্টোটা হয় তবে পরবর্তীতে সম্পর্ক খারাপ হওয়ার ভয় থাকে। সংসারে শান্তি ধরে রাখতে চাইলে একজন মনোযোগী শ্রোতা হয়ে ওঠার বিকল্প নেই।

দায়িত্ব ভাগ করে নেওয়া

স্বামী যখন স্ত্রীর সঙ্গে সংসারের কাজগুলো ভাগ করে নেন তখন খুব স্বাভাবিকভাবেই তার প্রতি স্ত্রীর মুগ্ধতা চলে আসে। সংসারের কাজ কেবল স্ত্রীর একার নয়, তাই তার সঙ্গে যতটা সম্ভব সহযোগিতা করুন।

যে কাজগুলো আপনার জন্য সহজ, সেগুলোই নাহয় বেছে নিন। দু’জনে চাকুরিজীবী হলে এদিকে আরও বেশি মনোযোগী হতে হবে। রান্নার কাজটিও দু’জনে মিলে করতে পারেন। এতে সম্পর্ক আরও সুন্দর হবে, সন্দেহ নেই।

ভালো বন্ধু মনে করলে

সঙ্গী মানে তো বন্ধুও। তবে স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে কম। বেশিরভাগই দেখা যায় অসম সম্পর্ক। যখন কোনো স্বামী তার স্ত্রীকে বন্ধু ভাবেন তখন তিনি খুব সহজেই স্ত্রীর মুগ্ধতা অর্জন করে নেন। বন্ধুত্বের সম্পর্কে সম্মান, অধিকার সবই থাকে সমান সমান। তাই স্ত্রীর বন্ধু হয়ে উঠতে পারলে সংসার আরও বেশি সুখের হয়ে উঠবে।

পাশে থাকা

সব পরিস্থিতিতে স্ত্রীর পাশে থাকার স্বভাব থাকলে আপনি খুব দ্রুতই একজন ভালো সঙ্গী হয়ে উঠতে পারবেন। কেবল সুসময়েই নয়, স্ত্রীর যেকোনো কঠিন পরিস্থিতিতে সবার আগে তার হাতটি ধরুন।

তাকে ভরসা দিন, কোনো ভয় নেই। আপনার দু’টি হাতই হতে পারে তার সবচেয়ে বড় সম্বল। এভাবে ভালোবেসে পাশে দাঁড়ালে মুগ্ধ না হয়ে কি পারা যায়!

সমর্থন করলে

স্ত্রী সব সময় চান যেন স্বামী তাকে সমর্থন করেন। তাই যৌক্তিক সব বিষয়ে স্ত্রীকে সমর্থন করার চেষ্টা করুন। আপনার একটুখানি সমর্থন থাকলে তার পথচলা আরও অনেক বেশি সহজ হয়ে উঠবে। স্ত্রীর সঙ্গে চিৎকার-চেচামেচি করবেন না।

কোনো বিষয়ে মতের অমিল হলে সুন্দরভাবে ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলুন। যেকোনো ভালো কাজে আপনার সমর্থন পেলে স্ত্রী মুগ্ধ হবেনই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে