শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩; সময়: ৩:৩৫ pm |
শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : ‘‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় শিবগঞ্জ মডেল মসজিদ সংলগ্ন আমবাগানে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে স্বাগত বক্তা ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌস প্রমূখ।

মেলায় উন্নত জাতের গাভী, বকনা, ছাগল, হাঁস ও খরগোশসহ ৪৫টি স্টল অংশ নেয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে