চারঘাটে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩; সময়: ৩:২৬ অপরাহ্ণ |
চারঘাটে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদ্য বিয়ষক সামনে রেখে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্তরে চারঘাট উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বাস্তবায়নে এবং প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী এর শুভ উদ্বোধন, স্টল পরিদর্শন ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা সোহরাব হোসেন।

প্রদর্শনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রানিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন নাহার।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র একরামুল হক, জেলা কৃষি (অবঃ প্রাপ্ত) উপ-পরিদর্শক বজ্রহরি দাস, চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস, এম শামীম অহম্মেদ ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ সরকারী দপ্তরের কর্মকর্তা ও খামার সদস্য মোজাফ্ফর হোসেন, শেরাফুল ইসলামসহ প্রদর্শনী খামার সদস্যবৃন্দ ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাকরি বিষয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করেন, ইউএনও সোহরাব হোসেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে