পত্নীতলায় আগুনে পুড়লো কৃষকের ১৬ টি খড়ের পালা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩; সময়: ৯:০৮ অপরাহ্ণ |
পত্নীতলায় আগুনে পুড়লো কৃষকের ১৬ টি খড়ের পালা

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় উষ্টি মেহেরুল গ্রামে একই পাড়ায় আগুন লেগে ১৬ টি খড়ের পালা /গদা, চা দোকান সহ ২ টি ঘর এবং প্রায় ৭ মণ সরিষা পুড়ে গেছে ।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরের দিকে একটি খড়ের গাদায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠে এরপর আগুনের লেলিহান শিখা একটা থেকে আর একটিতে ছড়িয়ে পরে এভাবে ১৬ খড়ের গদায় লাগে এবং একটি চা দোকানসহ দুটি ঘরে সংযোগ হয়। ওই গ্রামের মমতাজ নুরুল সহ ১৩ জন মালিকের ১৬ টি ঘরের গদা।

স্থানীয়রা পত্নীতলা ফায়ার সার্ভিস কে খবর দিলে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে এবং এক সাথে ১৬ টি খড়ের গাদায় আগুন এটি বড় ধরনের অগ্নিকাণ্ড পরে সাপাহার ফায়ার স্টেশনকে খবর দিয়ে পত্নীতলা ফায়ার স্টেশন ইনচার্জ রায়হানুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসেরর দুটি ইউনিট যৌথভাবে প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনে নির্বপনে সক্ষম হয়। ধারনা করা হচ্ছে কেউ বিড়ি/ সিগারেটের আগুন ফেলে দিয়েছে সেখান থেকেই আগুন লেগেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে সঠিক সময়ে ফায়ার সার্ভিসের ইউনিট না আসলে পুরো গ্রাম পুড়ে ভস্মীভূত হয়ে যেত।

এ বিষয়ে পত্নীতলা ফায়ার স্টেশন ইনচার্জ ওয়্যার হাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন খবর পাওয়ার সাথে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছি ভয়াবহ অগ্নিকাণ্ড দেখে সাপহার ইউনিট কে ডেকে নিয়ে আমরা যৌথভাবে দুটি পাম্প সেট করে ৪ টি লাইনে প্রায় ৩ ঘন্টা ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করি। এতে সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মতে ক্ষতি হয়েছে । তিনি আরও বলেন এখন খড়া মওসুম সবাই কে আরও সচেতন ও সাবধান হতে হবে, দ্রুত ফায়ার সার্ভিস কে খবর দিবেন ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে