শিবগঞ্জে দূর্গা-ব্রহ্মময়ী কালি মন্দিরের নির্মাণকাজ শুরু
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩; সময়: ৪:২৬ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে ছত্রাজিতপুর দূর্গা ও ব্রহ্মময়ী কালি মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ছত্রাজিতপুর সনাতন সংঘের সভাপতি রবীন্দ্রনাথ প্রামাণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র সিংহের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুনাল মুখার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এমদাদুল হকসহ অন্যরা।