আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে গ্রামীণফোনের নেটওয়ার্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩; সময়: ৩:০৯ অপরাহ্ণ |
আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে গ্রামীণফোনের নেটওয়ার্ক

পদ্মাটাইমস ডেস্ক : বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফাইবার অপটিক ক্যাবল মেরামত করার পর গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়। এ তথ্য জানান গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খাইরুল বাশার।

এর আগে সকালে রাস্তা মেরামত করতে গিয়ে কাটা পড়ে ফাইবার অপটিক ক্যাবল। তখন থেকেই বিচ্ছিন্ন হয়ে যায় নেটওয়ার্ক। দ্রুত মেরামত করায় আবারও নেটওয়ার্ক পাচ্ছেন গ্রাহকরা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে গ্রামীণফোন জানিয়েছে, সমস্যা সমাধানে দেয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব।

হঠাৎ করেই সকালে নেটওয়ার্ক সমস্যায় পড়েন দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ব্যবহারকারীরা। পরে জানা যায়, রাস্তার কাজ করতে গিয়ে কাটা পড়ে গ্রামীণফোনের ফাইবার অপটিক্যাল লাইন। এতে বেলা সাড়ে ১১টা থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েন গ্রাহকরা।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের মুখপাত্র গণমাধ্যমকে আরও জানান, ‘সকালে হঠাৎ করেই নেটওয়ার্ক বিচ্ছিন্নের অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে জানা গেছে, দেশের উত্তরাঞ্চলের ৩টি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ায় নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।’

গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ায় সাময়িকভাবে কল করতে অসুবিধা হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের আশ্বাসও দেয় গ্রামীণফোন।

তারা জানায়, রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে টাঙ্গাইলে দুটি ও সিরাজগঞ্জে একটি স্থানে ফাইবার অপটিক্যাল লাইন কাটা পড়ে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রামীণফোনের ভেরিফায়েড পেজে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফাইবার অপটিক ক্যাবল বিছিন্ন হওয়ায় সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে