খালি পায়েই যুক্তরাষ্ট্রের পথে রামচরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩; সময়: ১২:৪২ pm |
খবর > বিনোদন
খালি পায়েই যুক্তরাষ্ট্রের পথে রামচরণ

পদ্মাটাইমস ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক রামচরণকে খালি পায়ে দেখা গেল হায়দরাবাদ বিমানবন্দরে। গন্তব্য যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়ার আগ মুহূর্তে তাকে বিমানবন্দরে খালি পায়ে দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এ বছর অস্কারে মনোনীত হয়েছে রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ ছবির গান।

এর মাঝেই লসঅ্যাঞ্জেলেসের উদ্দেশে রওনা দেন অভিনেতা। পরনে কালো পাঞ্জাবি-পায়জামা, গায়ে জড়ানো শাল, কিন্তু খালি পা। সেই দেখে জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, এ মুহূর্তে দক্ষিণ ভারতীয় দেবতা আয়াপ্পা দীক্ষা মেনে চলছেন অভিনেতা। শবরীমালা মন্দিরে প্রবেশ করার আগে প্রায় ৪১ দিন নিষ্ঠাভরে বেশ কিছু রীতি পালন করতে হয়।

তারপরই করা যায় আয়াপ্পা দর্শন। শবরীমালার অন্দরে প্রবেশের জন্য এত কিছু মানছেন অভিনেতা।

যদিও এ বিষয়ে রামচরণ নিজে কোনো কথা বলেননি। তবে অভিনেতার এমন সহজ সাধারণ জীবনযাপন মন জয় করেছে নেটিজেনদের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে