মহাদেবপুরে থানায় অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে বাঁশ কেটে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩; সময়: ৪:৪৭ pm |
মহাদেবপুরে থানায় অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে বাঁশ কেটে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বাঁশ ও বিভিন্ন গাছের ডাল কেটে নেয়ার অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে আবারও প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২’শ বাঁশ কেটে নেয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গোলাম মোক্তাদের বাদী হয়ে গতকাল বুধবার থানায় অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতুড় ইউনিয়নের বেহাজত (কাছলাপাড়া) গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আনোয়ার হোসেন ও আব্দুল ওহাব, আব্দুল ওহাবের স্ত্রী শাপলা বেগম, আল ফারুকের স্ত্রী মমতা বেগমসহ আরো ৪-৫ জন লোক পূর্ব শত্রুতার জেরে গত ৭ জানুয়ারি গোলাম মোক্তাদেরের প্রায় ৬০টি বাঁশ ও আমগাছের ডালপালা কেটে নিয়ে যায়। এ ঘটনায় গোলাম মোক্তাদের উপরোক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে তারা ক্ষিপ্ত হয়ে আবারও গত ১৯ ফেব্রুয়ারি ৬০ হাজার টাকা মূল্যের প্রায় ২শ টি বাঁশ কেটে নিয়ে যায়।

এ বিষয়ে মহাদেবপুর থানার এস আই জাহিদ জানান, এ ঘটনায় পৃথক দুটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে