বড়াইগ্রামে শিক্ষকের ১৭টি গাছ লুটের অভিযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩; সময়: ৪:৪২ অপরাহ্ণ |
বড়াইগ্রামে শিক্ষকের ১৭টি গাছ লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে প্রকাশ্যে স্কুল শিক্ষকের বাড়ি সংলগ্ন ১৭টি মেহগনি ও জিগা গাছ লুটের অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার জোনাইল বাজারে এই ঘটনা ঘটে।

বুধবার এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন, স্কুল শিক্ষক জেমস ডি কস্তা। জেমস উপজেলার জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও একই গ্রামের আগষ্টিন কস্তার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, জোনাইল বাজারে তাদের বাড়ি সংলগ্ন এলাকায় সড়ক সংস্কার কাজ চলছে।

সোমবার ওই সড়কের পাশে প্রায় ৪০ বছর আগে নিজ জমিতে রোপিত ১২টি মেহগনি ও ৫টি জিগা গাছ যার বাজার মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা লুট করে নেয়। এসময় তিনি স্কুলে ছিলেন। আর দূর্বৃত্তরা গাছ গুলো গোড়া থেকে কেটে নিয়ে চলে যায়।

স্কুল শিক্ষক জেমস বলেন, আমাদের বাড়িতে আমি ও বড়ভাই ডানিয়েল কস্তা থাকি। বড়ভাই ঢাকায় ছিলেন, আমি ছিলাম স্কুলে।

এই ফাঁকে দুর্বৃত্তরা গাছ গুলো কেটে নিয়ে যায়। তার প্রভাবশালী হওয়ায় কেউ বাধা বা স্বাক্ষী দিতে রাজি হচ্ছে না।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে