রাজশাহীতে শতাধিক পথশিশুদের মাঝে ছাত্রলীগ নেতার শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩; সময়: ৬:০৮ অপরাহ্ণ |
রাজশাহীতে শতাধিক পথশিশুদের মাঝে ছাত্রলীগ নেতার শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ – এই প্রতিপাদ্যে রাজশাহীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শতাধিক পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করেছেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি পদ প্রত্যাশী মোমিনুল ইসলাম মোহন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীর ভদ্রা এলাকায় নেতাকর্মীদের নিয়ে এসকল খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় শিক্ষা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন, রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ প্রমূখ।

এর আগে নগরীর অলোকার মোড়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সকাল ৯টায় জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলনেও নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন মোমিনুল ইসলাম মোহন। এরপর সকাল ১০টায় ৪ শতাধিক নেতাকর্মী নিয়ে রাজশাহী কলেজের শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন এবং দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি।

এসময় তিনি বলেন, ‘বাঙালী জাতিকেই শুধুমাত্র ভাষার জন্য প্রাণ দিতে হয়েছিলো। আর সেই সকল ভাষা শহীদদের জন্যই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। আর মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্মার্ট বাংলাদেশ গড়তে সবচেয়ে বেশি অবদান রাখবে আমাদের এই তরুণ প্রজন্ম। তারা স্বশিক্ষায় শিক্ষিত হলে আমাদের দেশের সম্পদ হয়ে গড়ে উঠবে। আর এতে করেই এগিয়ে যাবে আমাদের এই বাংলাদেশ।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে