১৫০ বছরে পা রাখছে কলকাতার ট্রাম

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩; সময়: ২:২৪ অপরাহ্ণ |
১৫০ বছরে পা রাখছে কলকাতার ট্রাম

পদ্মাটাইমস ডেস্ক : আগামী শুক্রবার ১৫০ বছর পা দিতে যাচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। তাই নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও শহরের বুকে ট্রাম রেখে দেওয়ার জন্য রাজ্য সরকারকে আবেদন জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

কলকাতায় ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়। শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ৩.৯ কিলোমিটার পথে সেই ট্রাম চলে।

আগে কলকাতার ২৫টি রুটে ট্রাম চললেও বর্তমানে ধর্মতলা-গড়িয়াহাট এবং বালিগঞ্জ-টালিগঞ্জ রুটে ট্রাম চলছে।

মঙ্গলবার বিধানসভার প্রায় শেষের দিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতার ট্রাম দেড়শ বছরে পা দেবে। সেই ট্রাম যেন কলকাতা থেকে উঠে না যায় সেদিকে সরকারকে নজর দিতে অনুরোধ করব।

তিনি আরও বলেন, ট্রামের সঙ্গে কলকাতার তথা পশ্চিমবঙ্গের মানুষের আবেগ জড়িয়ে আছে। তাই সরকারের উচিত ট্রাম পরিষেবা বহাল রাখা।

রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, আমি জোর দিয়ে বলতে পারি সরকারের ট্রাম তুলে নেয়ার কোনো অভিপ্রায় নেই। কিছু জায়গায় যানজটের জন্য ট্রাম তুলে দিতে হয়েছে।

কিছু জায়গায় ট্রাম তোলা হয়েছে মেট্রোরেলের কাজের জন্য। তবে সরকার কোনোদিনই পুরোপুরি ট্রাম তুলে দেওয়ার কথা ভাবেনি।

পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, ধর্মতলা-খিদিরপুর এবং ধর্মতলা-শ্যামবাজারের মধ্যে আবার ট্রাম চলাচল শুরু হতে পারে। এর মধ্যে ধর্মতলা-খিদিরপুর রুটটি হেরিটেজ রুট বলে পরিচিত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে