বাঘার খাগড়বাড়ীয়া গ্রামে ভাষা ভিত্তিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩; সময়: ৭:৫০ অপরাহ্ণ |
বাঘার খাগড়বাড়ীয়া গ্রামে ভাষা ভিত্তিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বাঘা : মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা ভিত্তিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আধার ভুবনে জ্বালিবো জ্ঞানের আলো, ভাষার ব্যবহার হোক সর্বময় ভালো এই প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলার খাগড়বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাষা ভিত্তিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২১ ফেব্রুয়ারি) খাগড়বাড়ীয়া গ্রামবাসী এর আয়োজন করে।

সকালে প্রতিযোগিতা শেষে বিকেলে আলোচনা সভা ও পুরুস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ, বাঘা উপজেলা কমিটির বন ও পরিবেশ বিষয়ক সাবেক সম্পাদক, সুজিত কুমার পান্ডে, বাউসা ইউ পি সদস্য, (২ নং ওয়ার্ড খাগড়বাড়ীয়া) আবুল কালাম আজাদ, বাউসা ইউনিয়নের ২ নং ওয়ার্ড (খাগড়বাড়ীয়া) আওয়ামী লীগ সভাপতি, মজিবুল ইসলাম, সাধারন সম্পাদক, সিরাজুল ইসলাম।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন খাগড়বাড়ীয়া মসজিদের পেশ ইমাম আমিন উদ্দীন প্রমুখ। হাফিজুল ইসলামের সঞ্চালনায় ও সিরাজুল ইসলামের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। উপস্থিত ছিলেন-মঞ্জু হাসপাতাল (বেসরকারি)র পরিচালক মিঠন কুমার, সাংবাদিক আব্দুল হামিদ মিঞাসহ গ্রামের শ্রেণী পেশার মানুষ ও প্রতিযোগিতারা।

হাফিজুল ইসলাম জানান, খাগড়বাড়ীয়া গ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। পরে বিজয়ী ৩ জন প্রতিযোগীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে