সুজানগর পৌরসভার উদ্যোগে মহান শহিদ দিবস পালিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩; সময়: ৬:৩১ pm |
সুজানগর পৌরসভার উদ্যোগে মহান শহিদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুজানগর পৌরসভার উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে সুজানগর উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র রেজাউল করিম রেজা কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে এদিন দুপুরে পৌরসভার হলরুমে সুজানগর পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রেজা।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুনবী সরকার ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরদার। শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সুজানগর পৌর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে