ঢাবির সাবেক অধ্যাপক রাশিদুল হাসানের ইন্তেকাল
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩; সময়: ৪:৫২ pm |
খবর > শিক্ষাঙ্গন / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান মারা গেছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। রাশিদুল হাসানের বয়স হয়েছিল ৭১ বছর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা হবে।
অধ্যাপক রাশিদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
অধ্যাপক রাশিদুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।